মেহেরপুরের সেতু টেলিকম এর ৬ লক্ষ টাকা আত্মসাৎ কারি কর্মচারি মোঃ খাইরুল ইসলামকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় তাকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃত খাইরুল মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে।
জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সেতু টেলিকমের বিকাশ, নগদ, রকেট ও উপায় থেকে ব্যবসার মাধ্যমে অর্জিত ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
ঐ ঘটনায় দোকানের মালিক মোঃ ফজলুল হক বাবু বাদি হয়ে ১৫ ফেব্রুয়ারী মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন যার নং ১৯।
এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত খাইরুলকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে নগদ ২৭ হাজার ৫শ’ টাকা ও বিভন্ন লোড দেওয়া ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত খাইরুলকে আদালতে প্রেরণ করা হয়।