মেহেরপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহয্গেীতায় মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃতৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম। মউকের প্রোগ্রাম অফিসার সাদ আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জান সেলিম। প্রবন্ধ উপস্থাপন করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক কবির আহম্মদ মোল্যা। বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন,মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিন`র সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,প্রধান শিক্ষক গোলাম ফারুক।
জেলার তিন উপজেলায় ২১০টি শিখন কেন্দ্রে ৬হাজার শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা অংশ নেন।