বিরোধপূর্ণ জমির দখল নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘঁর্ষে সাদেক আলী (৬০) নামের একজন নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১০ টার দিকে গাংনী উপজেলার আকুবপুর মালিথাপাড়া এলাকায় এ সংঘঁর্ষের ঘটনা ঘটে। নিহত সাদেক আলী আকুবপুর গ্রামের আফেল উদ্দীনের ছেলে। আহতদের মধ্যে রমজান আলীর ছেলে বাদল (৪০) এর অবস্থাও আশংকাজনক। বাদলসহ ইদবার আলী (৩৮) সহ অন্যান্য আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, নিহত সাদেক আলী ওই গ্রামের সুলতান হত্যা মামলার আসামী। সে মামলায় দীর্ঘদিন হাজতবাস করে সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হন তিনি।
এছাড়া অপর আহত বাদল হোসেনর বিরুদ্ধেও রয়েছে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা। স্থানীয়রা জানান, গ্রামর উদিনগরের মাঠে ১৬ বিঘা জমি নিয়ে সাদেক আলী ও বিষু মালথির ছেলে খাইরুল ইসলাম, মতিয়ার রহমান গ্রুপের মধ্যে মালিকানা দাবী করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এলাকার মাব্বর ও প্রধানদের নিয়ে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে।কোনো সমাধা আসেনি। তবে, সাদেক আলী গ্রুপের লোকজন এলাকার অনেকের সাথেই জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় চার/পাঁচ লাঠি শোঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকাল থেকেই উত্তেজনা চলছিলো। খবর পেয়ে গাংনী থানা পুলিশ সকাল থেকেই এলাকায় অবস্থান নিয়ে উভয়পক্ষের লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। তারপরেও উভয়পক্ষের লোকজন মাঠে নেমে সংঘঁর্ষে লিপ্ত হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মেহেরপুর পুলিশ নুপার রাফিউল আলমসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন।