ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ। আসন্ন এ টুর্নামেন্ট উপলক্ষ্যে গুঞ্জন উঠেছিলো এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন সাকিব আল হাসান। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিলো তাদের দলেই খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার (৪ মার্চ) সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন এই ক্রিকেটার। সেখানে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন তিনি। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব।
ঢাকা প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এ ক্লাবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদার।
আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে চলছে দলবদল। যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো।
সূত্র: ইত্তেফাক