শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ২০২২ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু।
এছাড়া বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহ সভাপতি ছড়াকার ও কবি ইয়াসিন রেজা, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, সাংবাদিক জুলফিকার আলী কানন।
যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা ও জাতীয় পর্যায়ের নির্দেশীত কর্মসূচী পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রাত ১২.১ মিনিটের সময় শহীদ বেদীতে পুস্পস্তবক প্রদানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হবে।
সকালে প্রভাত ফেরী, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতা, নৃগোষ্ঠীর শিশুদের নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভা ও সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ সরকারী অফিসের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ,বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন।