বহুশত গুনি লোকে বলে সমুখে,
চেষ্টা করিতে থাকো ভাগ্য খুলিবে।
আমিতো বলি সবে কহিওনা ভাই,
ভাগ্যে যা লেখা আছে হবে বুঝি তাই।
পিতা মাতা গুরুজনে দিনভর কই,
কর্ম করো তাতেই হবে তোমার জয়।
আমি বলি টাকা কড়ি গাড়ি বাড়ি লয়,
বৃথা যদি হয় তবে দোষী কর্মই।
উচ্ছাসে উড়ে যেমন পিপিলিকা হায়,
কর্মের দোষেই তো তাকে মরিতে হয়।
দিনো কাজে দিনো কাজ শেষ করো ভাই,
ভাগ্যই সব কিছু ভাবো কেন তাই।
গড়েছো সমুদ্র তরী ভাবো হবে নভোচারী,
করেছো ধনো- বল ভগিবার আশায়।
ভাগ্যে যদি না থাকে কর্মে বলো কি আছে,
মাথায় রেখো ভাই!
আমার যাহা নয় ক্ষয় তার হবে নিশ্চয়।