পশু পাখির হাত থেকে মাঠের ফসল বাঁচাতে কৃষকদের প্রাচীন পদ্ধতি, যাকে কাকতাড়ুয়া বলে। পল্লী গাঁয়ের মাঠে মাঠে এই কাকতাড়ুয়া নিরলসভাবে দাঁড়িয়ে থাকে ফসল বাঁচানোর কাজে। মাটির উপর একটি বাঁশের সাথে এক গুচ্ছ বিচালী জড়িয়ে অব্যবহৃত ছেঁড়া জামা ও প্যান্ট দিয়ে মানুষের আদলে তৈরী করে মাথার উপর বসানো হয় বড় মাটির হাড়ি। সে হাড়ির উপর সাদা চুনের প্রলেপ দিয়ে মানুষের মুখাকৃতি ও চোখ আকানো হয়। রাতে মৃদু বাতাসের সাথে দোল খেতে দেখে মানুষ আসছে ভেবে পশু পাখি পালিয়ে যায় ফসল ক্ষেত থেকে। এভাবেই কাকতাড়ুয়া যুগের পর যুগ আমাদের মাঠের ফসল রক্ষার দায়ীত্ব পালন করছে।
ছবিটি গাংনীর পুড়াপাড়া মাঠ থেকে তুলেছেন জুলফিকার আলী কানন