বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভুষিত রফিকুর রশীদ রিজভীকে মেহেরপুর সরকারি কলেজের সাংস্কৃতিক দলের পক্ষ ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধূমকেতুর নেতৃত্বে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সদ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক রফিকুর রশীদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে তাঁর গাংনীর বাসায় ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বশির আহাম্মেদ, প্রভাষক ইকতে খাইরুল ইসলাম প্রমুখ। উপস্থিত সংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল আমিন বলেন, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় চার দশকেরও বেশি সময় ধরে রফিকুর রশীদ নিরলসভাবে কাজ করছেন। তার লেখায় নানাভাবে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা।
তিনি শিশু কিশোরদের মানবিক, দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য দু হাত ভরে লিখেছেন। তিনি আরও বলেন, তার এই স্বীকৃতি ও সম্মাননা প্রাপ্তিতে আমরা এক অতুলনীয় গৌরব অনুভব করছি। সব শেষে তাঁকে মিষ্টি মুখ করানো হয়।