যার কাছে নাই মূল্য তোমার
সদায় রাখে দূরে,
তবুও কেন সোনার জীবন
নষ্ট করছো ঘুরে।
জীবন আজি সাজাও যদি
করে ফুলের মত,
দেখবে একদিন মেয়েরা হায়
ঘুরবে শত শত।
বাজে মেয়ের পিছে ঘুরে
জীবন করলে নষ্ট,
তোমাকে যে করতে হবে
অনন্তকাল কষ্ট।
ধোকাবাজদের ফাঁদে পড়ে
আজকে কত ছেলে,
রাত নিশিতে মদ খাচ্ছে ভাই
নিজের হাতে ঢেলে।
তাদের পানে চাইলে আজি
ঝরে চোখের পানি,
লোক বুঝে যে মন না দিলে
সম্মান হবেই হানি।