গোলাপ রাঙা ঠোঁট দুটো তার
কি যে দারুণ টান,
ফুল ও ফলের গন্ধে ভ্রমর
গাইতে থেকে গান।
ফুল কলিদের কলরবে
মোহনীয় সুর,
সুর শুনে হয় হৃদয় থেকে
দুঃখ কষ্ট দূর।
লম্বা চুলে পড়লে বেণী
ঢেউ তুলে তার পাল,
মৌমাছিদের গুঞ্জরণে
রাঙা দুটি গাল।
ডাগর ডাগর চোখে তোমার
হার মেনে যায় ফুল,
ফুলের মধূ নিতে সবার
পড়ে হুলস্থুল।