বাংলা আমার মাতৃভাষা
প্রভুর সেরা দান,
বায়ান্নতে পাক সরকার
চাইলো দিতে টান।
বাংলামায়ের দামাল ছেলে
রুখে ওঠে তাই,
গুলি লেগে লুটিয়ে পড়ে
আমার সোনার ভাই।
সন্তানহারা বাবা-মায়ের
চোখে ঝরে জল,
ফেব্রুয়ারির একুশ তারিখ
পাক হারালো বল।
রাষ্ট্রভাষা বাংলা পেল
বিশ্বে পরিচয়,
ইউনেস্কো মান দেওয়াতে
হলো আলোকময়।