সম্প্রতি পাবলিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা রিলস ভিডিও নামানোর সুযোগ সবার জন্য উন্মুক্ত করেছে ইনস্টাগ্রাম। আর তাই এখন চাইলেই অন্যদের পোস্ট করা রিলস ভিডিও নামিয়ে নিজেদের ফোনে সংরক্ষণ করা যায়। তবে অনেকেই নিজেদের তৈরি রিলস ভিডিও অপরিচিত ব্যক্তিদের নামানোর সুযোগ দিতে চান না।
চিন্তার কিছু নেই, ইনস্টাগ্রামে পাবলিক অ্যাকাউন্টের অ্যাপ সেটিংস পরিবর্তন করে রিলস ভিডিও নামানোর সুযোগ বন্ধ করা যায়। ইনস্টাগ্রামে রিলস ভিডিও নামানোর সুযোগ বন্ধ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
রিলস ভিডিও নামানোর সুযোগ বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা ‘শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস’ নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় প্রবেশ করে ‘ডাউনলোড ইউর রিলস’ অপশনের নিচে থাকা ‘অ্যালাউ পিপল টু ডাউনলোড ইউর রিলস’ টগল বন্ধ করলেই রিলস ভিডিও নামানোর অনুমতি বাতিল হয়ে যাবে।