হাজার প্রশ্নের ভিড়ে একটি প্রশ্ন রয়ে যায়,
মানুষের জীবনটাকে-কি, রূপকথা বলা যায়?
মানুষের জীবনে তো আসে কত রাত দিন,
রূপকথার গল্পে-সেতো, অবিকল এক সিন।
তবে কেনো জীবনটাকে বলা হবে না রূপকথা?
মানুষকে যে গড়া হয় সুখ দুখ দিয়ে ব্যথা!
রূপকথার গল্পেও তো সুখ দুখ সব থাকে,
তবে কেনো জীবনটাকে শুরু শুধু প্রাণ ডাকে?
মনে হয় তোমাদের হিসাবে’তে আছে গোল,
জীবনের হিসাবটাই তাই করি আমি ভুল।
জীবন তো জীবনই, রূপকথা কি কাল্পনিক?
মানুষের প্রাণ থেকে যে, রূপকথা নেয় দিক!
তাই আমি বলে যাবো এক কথা এক সুরে,
রূপকথার জীবনটা যে, থাকে নাকো খুব দূরে।
মানুষের জীবনটাকে যে, এক রূপকথা কয়,
মানুষের জীবনটাই একদিন রূপকথা হয়।