কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল রেলগেট নামক স্থানটি রেলগেট লাইনের মধ্যে রাস্তা ভেঙে বড় গর্ত হয়ে সামান্য বৃষ্টিতেই কুষ্টিয়া-রাজবাড়ী -মহাসড়কের কুমারখালী রেলগেট এখন গণমানুষের মরন ফাঁদে পরিনত হয়েছে।
প্রতিনিয়ত ঘটছে বড় বড় দূর্ঘটনা। যেন দেখার কেউ নেই। কুমারখালী রেলগেট রাস্তার যে অবস্থা তাতে মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাড়ী বাস, ট্রাক বিভিন্ন যানবাহনের চলাচলের সমস্যা হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় গর্ত দেখার সুযোগ থাকে না। এ অবস্থায় গাড়ি চলতে গিয়ে ঐ গর্তের মধ্যে পড়ে গাড়ির এক্সেল, পাতিসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে রাস্তার উপর পড়ে থাকছে। ছোটছোট যানবাহনের ক্ষতিও হচ্ছে মারাত্বক।
বিশেষ করে দু চাকার যানবহন যেমন মোটরসাইকেল, বাইসাইকেল,আরোহীদের গর্তের কারনে পড়ে যাবার উপক্রম হয়।
এ সড়ক দিয়ে কুষ্টিয়া- রাজবাড়ী দূরপাল্লার কয়েক হাজার গাড়ি, স্থানীয় কয়েক হাজার গাড়ি যাতায়াত করে থাকে।
জনগনের ভোগান্তি লাঘব করতে জরুরী ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী উপজেলার রেলগেট নামক স্থানটি রেলগেট মাঝখানে সড়কের রাস্তা পুরোপুরি ভাঙ্গা ভাঙ্গা অংশটি মেরামতের জন্য দাবী জানিয়েছে বিভিন্ন যানবাহন চালকেরা।