দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম কে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড় বঙ্গবন্ধু ভাষ্কর্য চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।
কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব চ্যানেল আই এর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, বাংলাভিশন ও দেশ রুপান্তরের প্রতিনিধি হাসান আলী, চ্যানেল টুয়েন্টিফোরের শরীফ বিশ্বাস, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফটোগ্রাফিক সোসাইটির খলিলুর রহমান মজু, নিউজ টুয়েন্টিফোরের হাসান জাহিদ, আরটিভির শেখ হাসান বেলাল, এশিয়ান টেলিভিশনের হাসিবুর রহমান রিজু, সময় টেলিভিশনের এসএম রাশেদ, এনটিভির সাবিনা ইয়াসমীন শ্যামলী, ডিবিসি ও সমকালের সাজ্জাদ রানা, প্রথম আলোর তৌহিদী হাসান শিপলু, সময়ের দিগন্তের নাহিদ হাসান তিতাস, ভয়েস অব কুষ্টিয়ার শাহীন আহমেদ জুয়েলসহ বিভিন্ মিডিয়ায় কর্মরত গণমাধ্যকর্মীরা।
মানববন্ধনে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের নিশর্ত মুক্তির দাবী জানিয়ে তারা বলেন, এই নজিরবিহীন ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। রোজিনা ইসলামকে সচিবালয়ে প্রায় ৬ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে জিম্মি করে রাখা, তাকে বিভিন্নভাবে হেনস্তা করার ঘটনা শুধু দুঃখজনক নয়, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন আইনে একজন সাংবাদিককে এভাবে আটকে রাখা হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। ব্যবস্থা নিতে হবে দোষীদের বিরুদ্ধে।