শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। হোসেলুর জোড়া গোলে ইউনিয়ন বার্লিনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতল রিয়াল। বার্লিনের মাঠে রিয়ালকে ভালোই চ্যালেঞ্জ জানায় স্বাগতিকরা।
শুরুতে কয়েকবার রিয়ালের রক্ষণে হানা দেয় দলটি। তবে প্রথমে সুযোগ আসে রিয়ালের সামনেই। মধ্যবিরতিতে যাওয়ার আগে পেনাল্টি পায় লস ব্লাংকোরা। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন লুকা মডরিচ। তবে পরের আক্রমণেই এগিয়ে যাওয়ার আনন্দে মাতে বার্লিন। স্বাগতিকদের এগিয়ে নেন কেভিন ভলান্ড। এরপর ৬১ মিনিটে রদ্রিগোর ক্রসে হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান হোসেলু। ১১ মিনিট পরেই আবারো হোসেলু ম্যাজিক।
নিজে জোড়া গোল করে এগিয়ে নেন রিয়ালকে। ৮৫ মিনিটে অ্যালেক্স ক্রাল গোল করে বার্লিনকে সমতায় ফিরিয়ে জমিয়ে তুলে ম্যাচ তবে ৮৯ মিনিটে দানি সেবাওসের গোল জয় নিশ্চিত করে রিয়ালের।
আগেই নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল রিয়াল। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে।
ব্রাগার পয়েন্ট ৪, বার্লিনের ২। প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে গ্রুপের তলানিতে থেকে শেষ করল বার্লিন।
সূত্র: কালের কন্ঠ