চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ে দুটি লাভ হয়েছে সানরাইজার্স হায়দ্রবাদের—চিপক দূর্গ অবশেষে জয় হয়েছে এবং আইপিএলের প্লে অফ দৌড়ে টিকে থাকছে দল। এমন দিনেই মেজাজ হারিয়ে বসেছিলেন হায়দ্রবাদের মালকিন কাব্য মারান। শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিসের কাণ্ডে যথেষ্ট বিরক্তই হয়েছিলেন তিনি!
কি ঘটেছিল? ধোনিদের হারানোর ম্যাচের ১৬তম ওভারের ঘটনা। ওভার স্টেপ করে নো বল দেন নূর আহমেদ। কামিন্দু ছিলেন ক্রিজে। রানও তত লাগত না তখন হায়দ্রবাদের। তবে ফ্রি হিট বল পেলে কে না বাউন্ডারিতে পাঠাতে চায়! লঙ্কান ব্যাটার পারেননি। নূরের চালাকিতে বলই ব্যাটে লাগেনি। তা দেখেই বিরক্ত হয়েছিলেন কাব্য।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্যামেরায় ধরা পড়ে হায়দ্রবাদ মালকিনের অভিব্যক্তি—বিস্ময়, হতাশা আর অবিশ্বাসের মিশ্র প্রতিক্রিয়া। যদিও ওই ঘটনা ওখানেই থেমেছে। কামিন্দুও ভুল পুষিয়ে দিয়েছেন।
ফ্রি হিটে না পারলেও পরে লঙ্কান ব্যাটারের ধৈর্যশীল ৩২* (২২ বলে) রানের ইনিংসেই দারুণ জয় আসে হায়দ্রবাদের। চেন্নাইয়ের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৮ বল ও ৫ উইকেট রেখেই পেরিয়ে যায় কামিন্দুরা। আসরে এটি তাদের তৃতীয় জয়। ৯ ম্যাচের সাতটিতে হেরে বিদায়ের পথে চেন্নাই। এখনও কাগজে-কলমে টিকে আছে কাব্য মারানের হায়দ্রবাদ।
সূত্র: যুগান্তর