টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। সেই সঙ্গে সুপার টুয়েলভ থেকে বিদায় নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার (৫ অক্টোবর) সেমিফাইনালে উঠার লড়াইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে বল করতে নামে ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা।
১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৭৫ রান। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে চামিকা কুরুণারত্নের হাতে ধরা পড়েন। ২৩ বলে ২৮ রান করে আউট হন জশ বাটলার।
বাটলারের বিদায়ের পর পরই আউট হন আরেক ওপেনার আলেক্স হেলস। ইনিংসের দশম ওভারে দলীয় ৮২ রানে ৩০ বলে ৪৭ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হন তিনি। হেলসের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি ব্রুক। তবে ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৯৩ রানে স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান হ্যারি ব্রুক। ৫ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি।
হ্যারি ব্রুকের আউটের পর দ্রুতই আরো দুই উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১০৬ ও ১১১ রানে আউট হন লিয়াম লিভিংস্টোন ও মঈন আলি। দলীয় ১১১ রানে ৫ উইকেট হারিয়ে এসময় কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে বেন স্টোকসের ব্যাটে ভর করে জয়ের পথেই থাকে ইংল্যান্ড।
দলীয় ১২৯ রানে স্যাম কারানের উইকেট হারায় ইংল্যান্ড। তবে স্টোকসের হার না মানা ৩৬ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় ইংল্যান্ড। লঙ্কানদের পক্ষে লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা নেন ২টি করে উইকেট।
এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ চারে জায়গা করে নিলো ইংল্যান্ড। গ্রুপ-১ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।