লতাপাতা একসাথে গাঁথা-একসাথে বসবাস,
নদীতট একসাথে থেকেও-যেন তারা পরবাস।
লতার সুখে পাতার সুখ, এক সাথে বাঁচে প্রাণ,
নদীর দুঃখে, তটের দুঃখ, জীবনের অবসান।
আলো আঁধার দু’জনাতে, একসাথে থাকে মিশে-
রাত আর দিন পাশাপাশি, কেমনে থাকে বসে।
লতারে পেঁচিয়ে পাতা, জড়িয়ে থাকে বুকে ধরে,
একই অঙ্গে কত রূপ তার, থাকে চুপটি করে।
আবার লতা পাতায় কত যে, ঔষধি গুনের দেখা,
সবুজে সবুজে ভরে প্রাণ-সতেজ জীবন আঁকা।
কখনো কখনো লতাপাতায়-সবজির থাকে গুণ,
অবয়ব জুড়ে উজ্জলতা আনে, থামায় পেটের আগুন।
মরুচরে গাদাগাদি করে-হয় নাকো বসবাস,
লতাপাতা ঘেরা আঙ্গিনার মাঝে সচল নিঃশ্বাস।
এক ডগা হতে আরেক ডগা, লাগে না পারাপারে,
দেখে চোখ জুড়ায়, ঝাপসা কাটে, ঘন অন্ধকারে।
নাম শুনলে ভালো লাগে-দেখতেও কতই না ভালো,
আগাছা ভেবে উপরে ফেলোনা-জীবন হবে কালো।।