মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় আরও ১১০ জন নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরা ও ফক্স নিউজের।
এদিকে বৈরুতে চলমান সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে তার এ ঘোষণা এলো।
এর আগে সোমবার মন্ত্রিপরিষদের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যে দেশটির সরকার পদত্যাগ করেছে।
রাজধানী বৈরুতে গত মঙ্গলবারের বিস্ফোরণের পর শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে এর আগে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেছেন।
বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।
বৈরুত বিস্ফোরণের পর হাজার হাজার ক্ষুব্ধ মানুষ শনিবার রাস্তায় নেমে আসেন। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি সরকারের পদত্যাগ। এ লক্ষ্যে তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়েন।
সূত্র-যুগান্তর