শত বছর বয়সী ছকিনা বেওয়া এসেছেন নাতনীর হাত ধরে ভোট দিতে। ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
নাতনি হুসনেয়ারা জানালেন, আমার দাদা আইন উদ্দীন মারা গেছেন প্রায় ৩৫ বছর আগে।
দাদি ভাল করে হাটতে ও চলতে ফিরতে পারেনা। চোখেও ভাল দেখেনা। তাই তাকে নিয়ে এসেছি ভোট দেয়াতে। একই ভোট কেন্দ্রে নাতি বউয়ের সাথে ভোট দিতে এসেছেন আশতিপর বৃদ্ধা হাওজান নেছা। তিনি বললেন আর ভোট দিতে পারবোনা। এটাই আমার জীবনের শেষ ভোট হয়তো। আর কতবার ভোট দেবো।
এ ভোট কেন্দ্রটিতে দেখা গেছে আরেক শত বছর বয়সী রহিমা খাতুনের। ভারতের নাটনাতে ছিলো তার বাবার বাড়ি। বললেন জীবনে বহু ভোট দিয়েছেন। বললেন আমি ভারতে মহাত্মা গান্ধিকেও ভোট দিয়েছি। তারপর আজিজুল হকের সাথে বিয়ে করে এদেশে এসে অনেক ভোট দিয়েছি। এখন বৃদ্ধা হয়ে গেছি। তাই অন্যের সাহায্য নিয়ে ভোট দিলাম।