সত্যের দরজা খুলে দেখো
মিথ্যার জানালাগুলো বন্ধ করো
চারিপাশের আবর্জনাকে
দূষণমুক্ত করে সুন্দর সমাজ
গঠন করার স্বপ্ন দেখো।
নিজের শিক্ষাগত যোগ্যতাকে
অন্যের হাতিয়ার হিসাবে
ব্যবহার করতে দিও না
বিবেক বুদ্ধি অবশ্যই আমাদের আছে
তাহলে কেন?
আমাদের এতো কষ্টের শিক্ষা
কলঙ্কের কালিমায় লেপে দিচ্ছি?
প্রতিটি বাবা মা সন্তানকে
শিক্ষার আলোয় আলোকিত করতে
তাদের জীবনের সকল সহায় সম্বল
ব্যয় করে শিক্ষিত করতে চান,
সেই বাবা-মাকে উপহার হিসাবে
আমরা তাদের কী দিচ্ছি?
বাবা মায়ের মুখে হাসি ফোটানোর
বদলে আমরা জেনে শুনে
তাদের মুখে বিষ ঢেলে দিচ্ছি
এখনো সময় আছে
সত্যের দরজা খুলে দেখো
আমাদের শিক্ষা আমরা কারো
হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেবো না!