ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার কে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা সহ সারাদেশে শিক্ষক হেনস্তা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মুহঃ আব্দুল মমিন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মহিউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম টুকু, কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ ডঃ মোঃ মাহবুবুর রহমান, জরিপ বিশ্বাস ডিগ্রী কলেজ অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, বাংলাদেশ শিক্ষক সমিতি, শৈলকুপা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম, কে পি এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু কুমার বিশ্বাস , ফিরোজ শাহীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথি বৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-কে পিটিয়ে হত্যাসহ সারাদেশে শিক্ষক হেনস্তা করার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাছাড়াও শিক্ষকদের সুরক্ষা আইন করতে হবে । শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুষ্ঠু বিচার ও প্রতিকার না পেলে এবার শিক্ষকরাও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। বিক্ষোভ সমাবেশে জেলার ছয়টি উপজেলা হতে শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অংশ গ্রহণ করেন ।