ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার কে হত্যা ও নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস সহ সারাদেশে শিক্ষক নির্যাতের প্রতিবাদে সোমবার সকালে ঝিনাইদহের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদসহ সাধারণ শিক্ষক-কর্মচারীর যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্রের সভাপতিত্বে এবং উত্তম গাঙ্গুলির পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ইকরামুল হক লিকু, ঝিনাইদহ জেলা পুজা কমিটির সভাপতি বিনয় কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপতি জয়া রানী চন্দ্র, স্বাধীনতা শিক্ষক পরিষদেও সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান শাহীন, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হবিবুর রহমান, ঘাতক দালাল নিমূর্ল কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মালেকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথি বৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-কে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা এবং নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনকারীসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের সাথে যারা জড়িত তাদের কে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
এছাড়া সারাদেশে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এসব সৃষ্টি করছে তাদের খুজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাছাড়াও সাম্প্রদায়িক সুরক্ষা আইনের কঠোর বাস্তবায়ন করে সকলের সম অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।