মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে কম্পিউটার দেওয়ার লক্ষ্যে কাজ করছে। উইন্ডোজ সেন্ট্রালের এক প্রতিবেদন অনুসারে শিক্ষা খাত সামনে রেখে মাইক্রোসফট কম দামের ল্যাপটপ নিয়ে আসবে।
মূলত শিক্ষার্থীদের আরও সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ সরবরাহের লক্ষ্যে মাইক্রোসফট এ উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এসব ল্যাপটপের কোডনেম টেনজিন; যা ১৩৬৬*৭৬৮ পিক্সেল রেজুলেশনযুক্ত ১১.৬ ইঞ্চি ডিসপ্লে এবং ইন্টেল কেলেরন এন৪১২০ প্রসেসর চালিত।
পাশাপাশি ৮ জিবি র্যামও এতে থাকবে বলে বলা হয়েছে। টেনজিনের বাহ্যিক অংশ হবে সম্পূর্ণ প্লাস্টিক। পরিপূর্ণ আকারের একটি কীবোর্ড, ট্র্যাকপ্যাড, ইউএসবি-এ পোর্ট, ইউএসবি-সি পোর্ট, হেডফোন জ্যাক এবং একটি ব্যারেল-স্টাইল এসি পোর্ট এতে যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মাইক্রোসফট তাদের ল্যাপটপ ব্র্যান্ড সারফেসের অধীনে এসব ল্যাপটপ চালু করবে।
যার নাম হতে পারে ল্যাপটপ এসই, যেখানে এসই-এর অর্থ স্টুডেন্ট এডিশন বা স্কুল এডিশন (বাংলায় যা ছাত্র সংস্করণ বা স্কুল সংস্করণ)। গুজব রয়েছে, টেনজিন ল্যাপটপের বাজারমূল্য ৪০০ ডলারেরও কম পড়তে পারে। এ বছরের শেষ নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা থাকলেও এখন পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।