বাংলাদেশ দলটা তারুণ্যনির্ভর। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিন্তু ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, আগ বাড়িয়ে অতি উচ্ছ্বাস দেখানোটা হবে ভুল।
তার ওপর অধিনায়ক নতুন। দলে নেই সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মতো সিনিয়র কেউ।
এদিকে এই সংস্করণে রেকর্ডও সুখকর নয়। এই পটভূমিতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচ। একঝাঁক তরুণ নিয়ে কেমন খেলবেন? সিরিজ জয় করতে পারবেন? নাকি তরুণরা সেখানে শিখতে গেছেন, অভিজ্ঞতার ঝুলি বড় করতে গেছেন!
জবাবে টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক জানালেন, শিখতে নয় সিরিজ জিততে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে দৃপ্ত কণ্ঠে নুরুল হাসান সোহান বলেন, ‘আমরা জানি (এমন দল নিয়ে) চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। হয়তো এটি তরুণ দল। তবে আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’
নিজের দলকে অনভিজ্ঞও মানতে নারাজ সোহান। বললেন, ‘বলতে পারেন না যে আমরা অনভিজ্ঞ দল। কারণ অনেক খেলোয়াড়ই ৬-৭ বছর ধরে খেলছে। তাই আমার মনে হয় অভিজ্ঞতা ঠিক আছে। কন্ডিশন হয়তো একটু আলাদা। তবে এটি অজুহাত হতে পারে না। আমরা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে চাই। অনেক দল আছে যারা পাওয়ার হিটিংয়ে এগিয়ে। তবে আমরা যদি বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে পারি তাহলে সবসময়ই সুযোগ থাকবে।’