“তোমারে দেবনা ভুলিতে”জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) দিবাগত রাত ৮ টার সময় সুর সাধনা সাংস্কৃতিক সংগঠণ এ আয়োজন করে।
সুর সাধনা সাংস্কৃতিক সংগঠণের সভাপতি ও মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লভ ভট্টচার্য, মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম ও গাংনী শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছড়াকার ইয়াসিন রেজা।
এসময় উপস্থিত ছিলেন, সুর সাধনা সাংস্কৃতিক সংগঠণের সাধারণ সম্পাদক সাধনা খাতুন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফিরোজ হোসেন, গাংনী করমদী ডিগ্রী কলেজের প্রভাষক এএসএম সায়েম পল্টু, সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক ও বিশিষ্ট কবি আবুল কাশেম, গীতিকার শহিদুল ইসলামসহ মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে কবির গান ও কবিতা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।