মুরগি একটা নিয়ে গেলো
খেকশিয়ালটা ভোরে
তার পেছনে দৌঁড়ে গেলে
ছাগল নিলো চোরে।
চোরের পিছে তাড়া করে
হাঁপিয়ে যায় খোকা
শিয়াল চোর মিলেমিশে
দিয়ে গেলো ধোকা।
মুরগি নিলো খেকশিয়ালে
বোগল তলে চেপে
ছাগল নিলো চোরবাবাজি
কয় মন হবে মেপে।
মুরগি খেয়ে শেয়াল খুশি
ডাকছে হুক্কাহুয়া
সকালবেলা জেগে দেখে
যা ছিলো সব ভুয়া।