কুয়াশার কাফনে দুয়ারে শীতেরা এসেছে
জানে না ওরা সে আসেনি আর ফিরে গেছে,
মানবশিশু উষ্ণতা যাচে শীতে অন্তঃসত্বা রাতে
অভিমান তার হিম আর ধবল কুয়াশার সাথে।
দেখেছিল সেদিন—শৈত্যপ্রবাহের প্রচণ্ড চোট
ঠিকানাহীন দিগম্বর শিশুর কম্পিত দু’টি ঠোঁট।
ডাকলেও আর দেবে না সাড়া বলবে না কথা
বিপন্ন শিশিরে ভিজেছিল তার চোখের পাতা
কেঁদে ঝরেছিল উঠোনে হিমে শিউলি থরেথর
কেঁপে উঠেছিল তার ক্ষোভে অব্যক্ত কণ্ঠস্বর
নপুংসক এজগতে ছেড়ে গেছে তার অধিকার
চলে গেছে সে নিয়ে একতাল রিক্তের হাহাকার..!!