উচ্ছাসে ভরা প্রানোজ্জল মুখায়ব নিমিষেই বিদির্ণ
দু’ চোখ বেয়ে গড়িয়ে পড়লো দু’ফোঁটা জল।
আমাকে অনুক্ষণ ক্ষত-বিক্ষত করেছিল তোমার দীর্ঘস্বাস
সাগর বয়ে যাচ্ছিল বুকের মাঝে, ধরে রাখতে পারিনি শ্রান্ত আঁখি।
লুকানো নেশার মত না পাওয়ার কষ্টগুলো রক্তাক্ত করছিল হৃদয়
অবসাদ, সহস্রাব্দের নিষ্ঠুরতা আর প্রিয়ার সহাবস্থান শুধু অপেক্ষায় …
একটা পোড়া হৃদয়, বার বার বর্ণণা করলো সব অতীত, আর ভবিষ্যতের স্বপ্ন।
আর আমি? একটা জলন্ত সিগারেটের ছাইয়ের মতো হারিয়ে যাচ্ছিলাম চিরতরের মত
অবশেষে আকাশের সেই নীল সীমানায় গোধুলির রঙ বিবর্ণ হয়ে উঠলো
নিকোশ কালো আকাশে ধীরে ধীরে জেঁগে উঠলো সেই পঞ্চমীর চাঁদ।
এখন আমি উদাস হয়ে ঝাঁপসা চোখে সন্ধ্যে তারার প্রতিক্ষায় জেগে থাকি।
তন্দ্রাচ্ছন্ন আমি, অথচ আজ আমার কোন কিছুর জন্য অপেক্ষা নেই–
কারণ, ইদানিং বদলে গেছো তুমি, বদলে গেছে তোমার কথাগুলো।