জগতের অসীম এ চরাচরে
কত ফুল ফুটে যায় ঝরে।
কত মিলন-বিরহ কত ফুল শুকায়,
সেফুলে গাথি মালা কত অশ্রুবিকায়।
কত বাঁধন হারার গান,
কত ব্যথিত হয়েছে প্রাণ।
জগৎ সংসারে পড়ছে কত
আলো-আঁধারের ছায়া,
বাঁধিস না রে দারুণ আলিঙ্গনে—
আড়ালে তাঁর সবই মিছে মায়া।
যত বাসনা যত মত্ত কোলাহল
শুধু দু’দিনের ব্যবধান ,
যুগ-যুগান্তর আসীম অন্ধকার,
বেলা-শেষে সব হবে অবসান ।