ভালোবাসি কথাটি বলা হয়নি আজও
ভাবতে গেলে লজ্জাবতীর মতই চুপসে যাই।
মুখে না বলা ভালোবাসা উচ্চমার্গীয় হয় যখন
হৃদয়েশ্বরী জানে হৃদয়ের অনুভব।
আমি তো আছি বেঁচে
তোমার থেকে পাওয়া শত উপঢৌকন
সাজানো গুছানো অতি দামী স্মৃতি নিয়ে।
এসবকিছুর অন্তর্ধানে
হাজির হবে যমদূত
শোকের সুর আমার মৃত্যুক্ষণ।
জানতে পারো যদি দেহত্যাগের কথা
তবে নাহয় সমাজকে উপেক্ষা করে এসো একবার
দেখে যেও; ভালোবাসার দাবানলে ঝলসে যাওয়া নিপুকে!
তোমার কাছে এভাবেই ঋণী হয়ে থাকতে চাই
বারবার বহুবার।
আর তোমার প্রাপ্তি হোক আমার বিরহে শূন্য উদ্যান।