মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে একে অপরের দিকে তাকিয়ে সব মিলিয়ে সংবাদ পরিবেশন করে থাকেন আমাদের সাংবাদিক বন্ধুরা।
সাংবাদিক সমাজ অনেক সময় অকট্য গালমন্দ শুনেও চরম সত্যটিকে জাতীর সামনে তুলে ধরেন। আমি আমার সকল কাজের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা পেয়েছি। সাংবাদিকদের এ সহযোগীতা ভবিষ্যতে আরো বেশী করে পেতে চাই।
মঙ্গলবার গাংনী উপজেলা প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলের ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদ্য বিদায়ী সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
শেখ হাসিনার উন্নয়ন ও পজেটিভ নিউজগুলোকে তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। এছাড়া গাংনীর উন্নয়নের প্রেক্ষাপট তুলে ধরে এমপি খোকন বলেন, এ উপজেলার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল কলেজের নতুন নতুন ভবন নির্মাণ, মসজিদ মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন বলতে যা কিছু বোঝাই সব চলমান রয়েছে।
উপজেলায় একটি স্টেডিয়ামের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। ভাটপাড়া নীলকুঠি ডিসি ইকোপার্কটি নতুন করে উন্নয়ন দিয়ে সাজানো হচ্ছে। ভাটপাড়া বাজারে নতুন মার্কেট নির্মাণ হয়েছে।
এছাড়া নদী নালা, খাল বীলগুলো নতুন করে কাটা অব্যাহত রয়েছে। স্কুল কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার অনুকুল পরিবেশ ফিরিয়ে আনা হচ্ছে।
সব মিলিয়ে একটা শান্তি ও নিরাপত্তা বলয়ের মধ্যে গাংনীর মানুষ বসবাস করছেন। অথচ, এই গাংনীতে এক সময়ে সন্ধ্যে হলে বোমার বিস্ফোরণ ও বোমা হামলার আতংকে জীবন কাটতো মানুষের। সেই যায়গায় আজকে শান্তির সুবাতাস বইছে।
এমপি খোকন বলেন, প্রতিটি কর্মই মানুষের জীবনে অত্যন্ত কষ্টকর। সেটি বাস্তবায়ন করা আরো কঠিন।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম অনুরাগী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ রবি, গাংনী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাহাজুল ইসলাম সাজু ও সিনিয়র সাংবাদিক এম এ লিংকন।
ইফতার পূর্ব আলোচনা শেষে রমজানের ফজিলত ও দেশ জাতীর কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
এসময় শ্রমিক নেতা মনিরুজ্জামান মনি, মোতলেব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১০ এপ্রিল অনুষ্ঠিত গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সহযোগীতায় আমি আবারো দ্বিতীয় বারের মত গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছি। এজন্য আওয়ামী লীগের সকল স্তুরের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি সাহিদুজ্জামান খোকন।