ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগকর্মী উকিল মৃধা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
শৈলকুপার দামুকদিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম উকিল হত্যার বিচার দাবিতে বুধবার দুপুরে দামুকদিয়া গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
মনোহরপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচীতে নিহতের স্বজন, জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয় । দীর্ঘ লাইন ধরে মানববন্ধনে অংশ নেয় শতশত নারীও। তারা খুণীদের গ্রেফতার সম্বলিত ব্যানার-প্লাকার্ড হাতে দাঁড়ায়।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নিহতের স্ত্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর তানিয়া খাতুন, নুরুল ইসলাম দুলু, আসাদুজ্জামান খোকন, মোস্তফা বাদল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও দামুকদিয়া গ্রামের সমাজপতি ঝন্টু, আলম, সূর্য সহ আসপাশের গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হন মানববন্ধনে।
বক্তারা বলেন, রাশিদুল ইসলাম উকিলকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে বিচার কাজ শুরু করতে হবে, একই সাথে ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, সামাজিক বিরোধের জের ধরে মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে গত ২৫ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা কুপিয়ে উকিল মৃধা কে হত্যা করে।
পরদিন ২৬ জুলাই ২৮ জনের নামে নিহতের স্ত্রী তানিয়া খাতুন বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা করে।