ঢাকা ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী সুমাইয়া আজমি। করোনাকালে বাড়িতে অবস্থান করছেন। গ্রামে ইন্টারনেটের ওয়াই-ফাইসংযোগ থাকায় বাড়িতে বসেই অনলাইন ক্লাস করতে পারছেন অনায়াসে। দীর্ঘদিনের সামাজিক কোন্দলের জেরে দূর্বৃত্তরা ২২ দিন আগে গ্রামটিতে ইন্টারনেট সংযোগ বিছিন্ন করায় কলেজের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত সে। এছাড়া ক্যাবল নেটওয়ার্ক না থাকায় বিনোদন ও দেশ-বিদেশের খবরও দেখতে পারছেনা সুমাইয়া। তার অভিযোগ গ্রামের দীর্ঘদিনের সামাজিক কোন্দলে তারা পাঠার বলি হচ্ছে। শুধু সুমাইয়ান গ্রামটির দ্বাদশ শ্রেণির ছাত্র সোহান, বিশ^বিদ্যালয় ভর্তিচ্ছ ুশিক্ষার্থী পাপন শেখ, পড়ালেখা শেষ করে আউট সোর্সিংয়ে কাজ করা সৈকত মোল্যা, গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সার্থী বিশ^াস সবারই একই অভিযোগ। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার ২নং মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামে।
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, গত ৫ মাস আগে রানীনগর গ্রামের আকরাম মোল্যা সামাজিক দল পরিবর্তন করে শফি জোয়ার্দ্দার ও মজিদ মন্ডলের দলে যোগ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামটিতে শফি জোয়ার্দ্দার, মজিদ মন্ডলের সমর্থক ও প্রতিপক্ষ সিদ্দিক মোল্যার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিনিয়ত হামলা মামলার ঘটনা ঘটতে থাকে। এরই জেরধরে গত ২২ দিন আগে গ্রামটির ইন্টারনেট সংযোগ, ক্যাবল নেটওয়ার্ক বিচ্ছিন করে দূর্বৃত্তরা। ফলে অনলাইন ক্লাস থেকে বিচ্ছিন ্নহয়ে আছে গ্রামটির অধিকাংশ শিক্ষার্থী।
রানীনগর গ্রামের বাসিন্দা বিমানবাহীনির অবসরপ্রাপ্ত সদস্য রান্নু বিশ^াস জানান, তাদের গ্রামটি প্রাগৈতিহাসিক যুগের বর্তমানঅবস্থা। তার একটি মেয়ে ইডেন কলেজে ও একটি ছেলে এলাকার একটি স্কুলে নবম শ্রেণিতেপড়ালেখা করছে। সামাজিক কোন্দলে গ্রামটিতে ২২দিন ইন্টারনেট সংযোগ ও ক্যাবল নেটওয়ার্ক কেটে রেখেছে দূর্বৃত্তরা। ভয়ে কেউ মুখখুলতেপারছেনা। তারসন্তানরা দীর্ঘদিন অনলাইন ক্লাস করতে পারছেনা এবংতিনি ও সারাবিশ^ থেকে বিচ্ছিন্ন অবস্থায়আছেন।
রানীনগর গ্রামের ক্যাবল ব্যবসায়ী শামীম হোসেন জানান, গ্রামে বসবাস করাই সমাজসামাজিকতায় পরিবেশগত কারনে তার ও অবস্থান ধরা হয় একটি পক্ষে। ফলে প্রতিপক্ষের লোকজন রাতের আধারে ২২ দিন আগে তার ইন্টারনেট সংযোগ ও ক্যাবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়। তিনি ৫মাস বাড়িতে যেতেপারেন না। শুধ ুতিনি না আরো অনেকেরই একই অবস্থা।
শামীমের প্রতিপক্ষ শফি জোয়ার্দ্দার জানান, কে বা কাহারা গ্রামের ক্যাবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে তাদের উপর দোষ চাপাচ্ছে। তার ধারনা কোন তৃতীয়পক্ষ এ কাজটি করে ঘোলাপানিতে মাছ স্বীকারের চেষ্টাকরছে।
শৈলকুপা থানার সেকেন্ডঅফিসার এসআই আমিরুজ্জামান রানীনগর গ্রামের ঘটনা নিয়ে বলেন শুক্রবার গ্রামটির উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। ক্যাবল নেটওয়ার্ক প্রতিস্থাপনের পর যদি পূনরায় বিচ্ছিন্ন হয় তাহলে ক্যাবল ব্যবসায়ী থানায় অভিযোগ দেওয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
শৈলকুপা, ঝিনাইদহ