ঝিনাইদহের শৈলকুপায় ১৪ দিন পর জখম হওয়া স্বপন নামে এক যুবলীগ কর্মীর মুত্যু হয়েছে।টানা ১৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার সকাল ৫ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে মারা যায়। নিহত স্বপন(৩৫) উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, গত ১৭ ই ডিসেম্বার শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলা হাসপাতালের সামনে চায়ের দোকানে স্বপন (৩৫) ও রাব্বি (৩০) নামের দুই যুবলীগ কর্মী বসে ছিল। এমন সময় ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল রামদা , চাইনিজ কুড়াল নিয়ে তাদের কে ধাওয়া করে। এসময় তারা পালানোর চেষ্টাকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ও সেইসাথে ২টা মটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায় । শৈলকুপা হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক স্বপন নামের যুবলীগ কর্মীকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও অবস্থার অবনতি হলে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে রেফার করা হয় আর সেখানেই ১৪ দিন পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে ১৮ ডিসেম্বর ৩৩ জনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমি তার মৃত্যুর সংবাদ শুনেছি। অপরাধী যেই হোক কোন ছাড় পাবে না । বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত আছে।