চেয়ারম্যানের ভাইকে চাঁদা না দেওয়ায় রমজান আলী নামের এক ট্রাক্টর চালককে বেদম পিটিয়ে আহত করেছে। আহত রমজান আলী মেহেরপুর সদর উপজেলার রমনগর কলোনিপাড়া এলাকার খোয়ার আলীর ছেলে।
আহত রমজান আলী জানান, আমি নিজে একজন আওয়ামীলীগ কর্মী। আমি ট্রাক্টরে মাটি নিয়ে গোপালপুরের মধ্য দিয়ে যাওয়ার সময় শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতির চাচা হামিদুল ইসলাম ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি প্রথমে তাকে ৫ হাজার টাকা দিয়েছি। তারপর সে আবারো টাকা দাবি করে। তার দাবীকৃত টাকা না দিতে চাওয়ায় আমাকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করে।
মদনাডাঙ্গার কালু নামের এক আওয়ামীলীগ কর্মী জানান, চেয়ারম্যান হওয়ায় পর থেকে চেয়ারম্যান মতিউর রহমান ও তার ছোট চাচা হামিদুল ইসলাম বেপরোয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে মারপিট করেছে হামিদুল।
এদিকে রমজান আলী তাদের দুই ভাইয়ের বিচারের দাবীতে আওয়ামীলীগের মেহেরপুর জেলা শাখায় এসে নেতৃবৃন্দের কাছে বিচার দাবি করেন। পরে তারা আদালতে যাওয়ার জন্য রমজান আলীকে পরামর্শ দেন।
এব্যাপারে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, রমজান আলীসহ ৮ জন ট্রাক্টর চালকের ৪২ টি ট্রাক্টর এলাকার বিভিন্ন রাস্তায় মাটি নিয়ে যাচ্ছে। এতে পথ ঘাটের অবস্থা খারাপ হয়ে পড়েছে।রাস্তাগুলো কাদায় ভরে যাচ্ছে। আবার শুকনোতে ধুলো উড়ছে। তাই এলাকার নারী পুরুষ সবাই একত্রিত হয়ে আমার কাছে বিচার দিয়েছে। আমি তাদের নিষেধ করাই ৬ জন চালক বন্ধ রেখেছে। কিন্তু ওই দুই জন চালক তাদের ট্রাক্টর চালাচ্ছে। যে কারনে অনেকেই রমজানকে ধরে মারপিট করেছে। আমি ঢাকায় ছিলাম। আজকে এসেছি। সবিই নিজেদের ব্যাপার আজকে বিকালে উভয়পক্ষকে নিয়ে বসে মিমাংসা করে দেবো।