মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুর রব বিশ্বাস প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজের কাছে মনোনয়নপত্র উত্তোলনের জন্য আবেদন করেন তিনি।
সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবগঠিত শ্যামপুর ইউনিয়নের মনোয়নপত্র প্রত্যাহারের দিন আজকে। আব্দুর রব বিশ্বাস সকাল ১০ টার দিকে তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। বিকাল ৫ টার পর এটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত এই শ্যামপুর ইউনিয়নে আব্দুর রব বিশ্বাসসহ মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।