দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়তপুর গ্রামের মোঃ মফিজুর রহমানের মেয়ে মোছাঃ পারভিনা খাতুন এবং চিৎলা ইউনিয়নের মোঃ বজলুর রহমান খোকনের ছেলে মোঃ সোহেল রানার সাথে ইসলামী সুন্নাহ অনুযায়ী গত তিন বৎসর আগে সামাজিক ভাবে বিবাহ হয়।
বিবাহিত জীবনে তাদের কোল আলো করে আসে ফুটফুটে একটা কন্যা সন্তান। কিন্তু উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও জেদের কারণে প্রায় ভেঙেই যাচ্ছিল তাদেরি পাতানো সোনার সংসার।
এমতাবস্থায় স্থানীয় লোকজনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর কথা জানতে পারে মোছাঃ পারভিনা খাতুনের পরিবারের লোকজন। মোছাঃ পারভিনা খাতুন ও তার পরিবারের লোকজন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ অভিযোগ দায়ের করে।
যার প্রেক্ষিতে মউক তাঁদের আইনী সহায়তার সেল (সোহার্দ্য) ইউনিট থেকে পারভিনা ও সোহেলের পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা করে।
এক পর্যায়ে বোঝাতে সক্ষম হলে গত কাল পক্ষদ্বয়কে নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে পারভিনা ও সোহেল কে সংসারে ফিরিয়ে দিতে সক্ষম হয়। সালিশ পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা।
মউক সংস্থা মূলত এ ধরণের পারিবারিক কলহ, নারী নির্যাতন ঘটনার সমাধানসহ ভুক্তভোগী পক্ষকে সার্বিক সহযোগিতা করে থাকে।