দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখছিলেন, দারিদ্র, ক্ষুধা, নিরক্ষর ও সাম্প্রদায়িক মুক্ত সােনার বাংলাদশের।
আজ বঙ্গবন্ধু আমাদের মধ্যে না থাকলেও তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ কোটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন, তার অবদান কোনদিন ভুলতে পারবো না। তারই সুযােগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরন করেছেন বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন।
১৫-ই আগষ্ট বঙ্গবন্ধুর স্ব-পরিবারে হত্যার পর থেকে এখনো নানা ষড়যন্ত্র চলছে। এ আগষ্ট মাসে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালে ২১ আগষ্ট হত্যার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছে। সকল ষড়যন্ত্রকে রুকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বে আজ পরিচিত লাভ করেছে।
আমাদের সকল নেত্রাকর্মীকে সংগঠিত ও সর্তক থেকে শেখ হাসিনার সাথে থেকে কাজ করে যেতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারন সম্পাদক আলি মুনছুর বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জিয়াবুল হক, আ.লীগ নেতা ও সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী আতিয়ার রহমান হাবু, ছোলাইমান হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহ-সম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ আসলাম আলী তোতা, যুবলীগ নেতা হীরণ, শেখ আসফির রহমান মুন, ইউপি সদস্য খায়রুল বাশার, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগে সভাপতি আরিফ ইসলাম, দর্শনা পৌর ছত্রলীগের সভাপতি ববি, দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক তোফাজ্জের হোসেন তপু, শওকত আলী সুমন সহ ইউনিয়ন আ.লীগের দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।