আসুক না যতই যানজট, আসুক না বাঁধাই যত!
তুমি সত্যের পথে চলো, তুমি সত্য কথা বলো।
কিসের এত আহাজারি, কিসের করো তুমি এত ভয়!
সত্যকে ফেলে মিথ্যাকে তুমি কেন করছো,যে আস্রয়।
একটু আকটু মিথ্যা বলে, গড়ছো তুমি ভুলের পাহাড়।
এখনো কিছুই হয়নি, ফিরে এসো সত্যের পথে এবার।
নানান সমস্যা গুলোর মধ্যে তুমি, সত্যকে করো হাতিয়ার।
দেখবে তুমি সত্য ছাড়া, মিথ্যা কথা কখনো কইবেনা আর।
সত্য কথা একটু তেঁতো, তবুও তার ওজন ভারি
মিথ্যা কথা সুনায় মিষ্টি , এ যে দুষ্ট লোকের কারসাজি।
তবুও তুমি সত্য কথা বলো, ন্যায়ের পথে চলো।
কারো কোনো আপদ-বিপদ হলে, তুমি সত্যের পাশে লড়ো।
সত্যকে আনবে সামনে, মিথ্যাকে করবে দূর।
নানান ভাবনার মধ্যে দিয়ে, সত্যকে নিয়ে যাবে তুমি বহু দূর।