ক্রিকেটের মহারণ হলো শেষ। আবারও জিতেছে অস্ট্রেলিয়া। আরেকটি মন ভাঙার ফাইনাল ভারতের। ভেবে দেখুন ৩০ বছর আগের ক্রিকেট দুনিয়া। এত বর্ণিল ছিল না। এখন সময় পাল্টেছে।
ক্রিকেট কোচিং করাতে পারলে সম্ভাবনা থাকে ভবিষ্যতে তারকা হওয়ার। অর্থের আতিশয্য পাওয়া। তবে শুধু খ্যাতির জন্যই সন্তানকে ক্রিকেট প্রশিক্ষণে পাঠানো উচিত নয়।এখন আর মাঠ নেই। মাঠ না থাকায় এখন তো খেলার সুযোগ নেই। তাই সন্তানের ভালোর জন্য পাঠাতে পারেন ক্রিকেট কোচিং এ। যেসব উপকার পাবেন:
2
শরীরের একাগ্রতা
ক্রিকেটে প্রচুর শরীরচর্চা করতে হয়। একাগ্রতা প্রয়োজন হয়৷ তাই শরীর ফিট হয়। ফুটবলের পর ক্রিকেটেই এতটা ব্যায়ামচর্চা করা হয়।
3
নিয়মানুবর্তিতা ও ধৈর্য
ক্রিকেটে নিয়ম অনুসরণ করতে হয় অনেক। আপনার সন্তান ডেইলি রুটিন অনুসরণ করার মানসিক ধৈর্য তৈরি হয়। জীবনে এই ধৈর্য অনেক কাজে আসে।
4
চিন্তার গতিবিধি কৌশলী হয়
ক্রিকেটে নেতৃত্ব ও কৌশলী হওয়া জরুরি। এই ভাবনার জগত সমৃদ্ধ করার বিষয়টিতে আপনার সন্তান আগ্রহী হবে। ভাববে। মস্তিষ্ক সক্রিয় থাকলে তা মানসিক ও মেধা বিকাশে সহায়তা করে।
সূত্র: ইত্তেফাক