আজও সন্ধ্যা সন্ধ্যা নামলে
তুমি পাশে না থাকলে
রাখবে বলো কে আমাকে
যতন করে আগলে।
আজও সন্ধ্যা সন্ধ্যা নামলে
খুঁজি সেই তোমাকে
ব্যস্ততাতে ভুলে কি গেছো
তুমি আজ আমাকে।
আজও সন্ধ্যা সন্ধ্যা নামলে
মন খারাপটা বাড়লে
এক-কাপ চা মিস করে যাই
তুমি দূরে থাকলে।