সবজি চাষ করে সফল হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের কৃষক আইয়ুব আলী। দীর্ঘদিন ধরে অন্যের জমিতে শ্রমিকের কাজ করলেও বছর তিনেক হলো অন্যের থেকে জমি লিজ নিয়ে বিভিন্ন প্রকার সবজির আবাদ শুরু করেন।
সবজি বাগানে দেখা যায়, কচু, ঢেঁড়স, মরিচ, বেগুন, শসা, ডাঁটা শাক, পুইশাকসহ বিভিন্ন মৌসুমি সবজি।
কৃষক আইয়ুব আলী জানান, তার পৈতৃক কোনো সম্পত্তি না থাকায় কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করতে হয়। বছর তিনেক আগে বাড়ির সাথেই তিন বিঘা জমি অন্যের কাছ থেকে লিজ নিয়ে সবজি চাষ শুরু করি। এখন সেই জমিতেই হরেক রকম সবজি চাষ শুরু করেছি।
চলতি মৌসুমে প্রায় একবিঘা জমিতে ডাঁটা শাক থেকেই তিনি ৬০ হাজার টাকা লাভ করেছেন। এছাড়াও ১০ কাঠা জমিতে মিষ্টিকুমড়া বিক্রি করে ৩৫ হাজার টাকা আয় করেছে। আবার সেই জমিতে শসা, পুইশাক, মরিচ ও বেগুন চাষ শুরু করেছে। এছাড়াও আরও ৫ কাঠা জমিতে কচুর আবাদ করেছে। তার মধ্যে সাথি ফসল হিসেবে ঢেড়শ চাষ করেছে।
মিরপুর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে নানা ধরনের দিকনিদের্শনামূলক পরামর্শসহ যা যা সহায়তা প্রয়োজন দেওয়া হচ্ছে।