চুয়াডাঙ্গা সদর উপজলার বেগমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল রবিবার বিকেলে দর্শনা থানা বিএনপি’র দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র সদস্য আব্দুল জবার সােনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেক বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক মাহামুদ হাসান খান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপি’র প্রধান সম্বয়কারী বীরমুক্তিযােদ্ধাে খাজা আবুল হাসনাত, জীবননগর উপজলা বিএনপি’র সভাপতি আনােয়ার হােসেন খান, দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি, দর্শনা পৌর বিএনপি’র প্রধান সম্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জেলা বিএনপি’র সদস্য আবুল কালাম, দর্শনা থানা বিএনপি’র সদস্য আহম্মদ আলী, জেলা বিএনপি’র সদস্য রফিকুল হাসান তনু, মাহাত্তাব আলী, শাহাজান কবির, আবুল হাসান তুয়া, নজরুল ইসলাম, ফরিদুল ইসলাম শিপলু, আবু বক্কর ছিদ্দিক, আজিজুল হক পিটু।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আ.মমিন মালিথার উপস্পনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দর্শনা থানা বিএপি’র সম্বনয় টিম সদস্য আকতার হােসেন, স্বেছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছাইফুর রশিদ ঝটু, কুড়ালগাছী ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মদনা ইউনিয়ন সভাপতি শফিউল্লা শফি,সাধারণ সম্পাদক আজিবর রহমান, বেগমপুর ইউনিয়ন সভাপতি আসাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তিতুদহ ইউনিয়ন সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টােটন, নেহালপুর ইউনিয়ন সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন সভাপতি মহবত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটন, সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, দর্শনা পৌর যুবদলের আহবায়ক ফারুক হােসেন, সদস্য সচিব জালাল উদ্দিন, থানা স্বেছাসেবক দলের আহবায়ক মজনুর রহমান, আব্দুর আলী, সামসুল ইসলাম, আজিজুল হক, জিল্লুর রহমান, জালাল উদ্দিন, কুদ্দুস আলী, জামাল, আবু বক্কর, বিএনপি’র অন্যতম নেতা আসলাম উদ্দিন প্রমুখ।
বক্তব্য শেষ থানা বিএনপি’র সুপার ফাইভ সদস্যদের ভােটাভুটির মাধ্যমে বীরমুক্তিযাদ্ধা খাজা আবুল হাসনাতকে সভাপতি, আক্তার হােসেনকে সিনিয়র সহসভাপতি, বীরমুক্তিযাদ্ধা সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীক সাধারণ সম্পাদক, খাইরুল ইসলামকে যুগসাধারণ সম্পাদক ও মহিদুল ইসলাম জােয়ার্দ্দারকে সাংগাঠনিক সম্পাদক করে সুপার ফাইভ দর্শনা থানা বিএনপি কমিটির নাম ঘােষনা করেন জেলা কমিটি।