সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলোক কুমার দাসকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
গতকাল বুধবার বিকালে প্রফেসর আব্দুল মান্নানের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই শোকজ করেন।
শোকজ নোটিশে ডা. অলক কুমার দাস কে সরকারি করতে হয়েও চাকরিবিধি পরিপন্থী কর্মকান্ডে যুক্ত হওয়া এবং নির্বাচন আচরণবৃষ্টি ভঙ্গ করে প্রচারণা করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীকে ভারতের দালাল ও ভারতের প্রার্থী বলার কারণ জানতে চাওয়া হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১২ টার সময় স্বশরীরে হাজির হয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।