সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায় করায় মেহেরপুরে আর আর এফ নামের একটি এনজিও সংস্থাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরের দিকে শহরের ওয়াপদা এলাকায় অবস্থিত আর আর এফ এর জোন অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় এনজিও আর আর এফ’র ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সিধান্ত মোতাবেক লকডাউন চলাকালীন সময়ে ঋণের কিস্তি আদায় না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এনজিওগুলোকে জানিয়ে দেয়া হয়। তা সত্ত্বেও আর আর এফ সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালে এ পর্যন্ত ১০ লক্ষ ৮৭ হাজার টাকা আদায় করে।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা নিয়ে মেহেরপুর আর আর এফ জোন অফিসে অভিযান চালানো হয়। এসমই ঋণের কিস্তি আদায়ের বিষয়টি সত্যি প্রমাণিত হওয়ায় রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেঃ শাদমান ইকবাল সহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।