করোনার সঙ্গে তাল মিলিয়ে এখন গরমও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রোগ-বালাইও। করোনা ছাড়াও এখন মানুষজন সাধারণ ফ্লুতে আক্রান্ত হচ্ছে। নাক দিয়ে পানি ঝরা, জ্বর জ্বর ভাব, টানা কাশি হওয়া, গলাব্যথা ইত্যাদি সমস্যাগুলো দেখা যাচ্ছে বেশি বেশি। সর্দি-কাশি বেশ অস্বস্তিকর সমস্যা। অনেকেই এর থেকে দ্রুত রেহাই পেতে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন। তবে অবশ্যই জানতে হবে, সর্দি-কাশি হলেই কি অ্যান্টিবায়োটিক খেতে হবে বা কখন খাওয়া জরুরি?
এ বিষয়ে বাংলাদেশ ইউএস পিপলস হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিছু পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেই সম্পর্কে-
তিনি বলেন, সারা বিশ্বেই অ্যান্টিবায়োটিক পরে দেয়া হয়। খুব প্রয়োজন হলে ব্যবহার করা হয়। না হলে সেগুলো রেজিসটেন্ট হয়ে যায়। সবক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেয়া যায় না। দেয়া উচিতও নয়। সাধারণ সর্দি-কাশি আপনা থেকেই ভালো হয়ে যায়। যদি দীর্ঘদিন সমস্যা থাকে, জ্বর থাকে, অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই।
সূত্র: প্রিয়.কম