চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আনারুল ইসলাম মানিক।
তিনি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর সোনাপুর গ্রামের মোঃ মিজানুর রহমান এবং আলেয়া বেগম এর বড় সন্তান।
প্রাথমিক শিক্ষা শুরু করেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মানিক ২০১০ সালে এসএসসি পরীক্ষায় পাস করেন মেহেরপুরের বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে।
২০১২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন মেহেরপুরের যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং জিপিএ-৫ প্রাপ্ত হন।
২০১৩-১৪ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির সুযোগ পান।
চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।
মেধাতালিকায় সারা বাংলাদেশের মধ্যে তিনি ১১তম স্থান অধিকার করেন। তিনি সকলের কাছে দুয়া চেয়েছেন যেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি সততার সঙ্গে কাজ করতে পারেন।
তিনি বলেন, বিচারক হওয়ার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলাম । সেই প্রত্যয় নিয়েই প্রস্তুতি শুরু করেছিলাম। আল্লাহর রহমতে এবার আমার স্বপ্ন পূরণ হয়েছে।
আনারুল ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার স্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রী।