আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১২৬ আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিকুর রহিম।
তার এ দুর্দান্ত ইনিংসের সুবাদে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
টেস্টে আরেকবার ম্যাচ সেরা হয়ে মুশফিক ছুঁলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তারা দুজনই বিকেএসপির ছাত্র। মুশফিক ছিলেন ওপরের ক্লাসে, সাকিব তাই ডাকেন ‘মুশফিক ভাই’।
এ নিয়ে টেস্টে ৬ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন মুশফিক। সমান ৬ বার ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।
বাংলাদেশের হয়ে ৫৬ টেস্টে ৪ বার ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক সৌরভ, ৬১ টেস্টে ৩ বার ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল, ৭০ টেস্টে ৩ বার ম্যাচ সেরা হন তামিম ইকবাল।
সূত্র: যুগান্তর